ইতালিতে বাস দুর্ঘটনায় নিহত ২১

ইতালির ভেনিস শহরের কাছে একটি ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় বাসটি নিচে পড়ে যায়। তারপরই তাতে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় ২১ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৮ জন। ভেনিসের শহরতলি মেস্ত্রেতে এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) ইতালির মেস্ত্রে জেলার ফ্লাইওভারের সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং চালক ইতালির নাগরিক।

শহরের মেয়র জানিয়েছেন, ভয়ংকর দুর্ঘটনা। বাসে অনেকে ছিলেন। বর্ণনা করার কোনো ভাষা নেই। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতরে এখনো মানুষ আটকে আছেন। উদ্ধারের কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, বাসটি নিচে উল্টো হয়ে পড়ে আছে। তার থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশেই রেললাইন।

সংবাদসংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে দুইটি শিশুও আছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, বাসটিতে মূলত ইউক্রেন ও জার্মানির পর্যটকরা ছিলেন। ভেনিসের কর্মকর্তা বোসারো জানিয়েছেন, বাসটি ক্যাম্প অফিসে যাচ্ছিল। তাতে মূলত ইউক্রেনের মানুষ ছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি শোকস্তব্ধ। সূত্র: ডিডাব্লিউ, এপি. এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.