গান্ধী-জিন্নাহ ট্রফি আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

পাকিস্তানের মাটিতে শেষ ২০০৮ সালে খেলতে গিয়েছিল ভারত। এরপর পাকিস্তানের আর সফর করেনি দলটি। তবে ২০১২-১৩ সালে পাকিস্তান দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে ভারতে গিয়েছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে এটাই ছিল শেষ দ্বিপাক্ষিক সিরিজ। এমনকি সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ম্যাচও পাকিস্তানে খেলতে চায়নি ভারত। এ কারণে এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল হাইব্রিড মডেলে।

রাজনৈতিক রোষানলের কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ খারাপ। তবে শেষ এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে না গেলেও বোর্ডটির সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা পাকিস্তান সফর করেছিলেন। লাহোরের অতিথেয়তায় বেশ মুগ্ধ হয়েছিলেন দুই বিসিসিআই বোর্ড কর্তা। দীর্ঘ একযুগ ধরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। রাজনৈতিক কারণে দুই ক্রিকেট বোর্ডের মাঝে সম্পর্কটাও ভালো নয়। তবে ভেঙে যাওয়া সেই সম্পর্ক জোড়া লাগাতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) অ্যাশেজের মত গান্ধী-জিন্নাহ ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

পিসিবি সভাপতি বলেন, ‘অ্যাশেজের মতো বিসিসিআইকে জিন্নাহ-গান্ধী ট্রফি আয়োজনের প্রস্তাব রাখছি। এই সিরিজের জন্য ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কোনো প্রতিযোগিতা নেই। আমি বিসিসিআইকে পরামর্শ দিয়েছিলাম যে আমাদের জিন্নাহ-গান্ধী ট্রফি আয়োজন করা উচিত।’

এসময় তিনি পাকিস্তানের মাটিতে ভারতের না খেলার ব্যাপারেও সমালোচনা করেছেন। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং অন্যান্য দেশ সম্প্রতি দেশটি সফর করেছে। সেখানে ভারত কিছুদিন আগেও এশিয়া কাপ সফরে যায়নি পাকিস্তান। অবশ্য আশরাফের এমন প্রস্তাবে এখন পর্যন্ত কোণো প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.