দেশের সম্মানটা যেন বজায় থাকে, সাকিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বরাবরই ক্রিকেট পছন্দ করেন। নিয়মিত খেলাও দেখেন তিনি। এমনকি বিভিন্ন সময় মাঠে উপস্থিত হতেও দেখা গেছে তাকে। কদিন আগেই তামিম ইকবাল হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনিই এই ক্রিকেটারকে ফিরিয়ে এনেছেন। এদিকে বিশ্বকাপে অংশ নিতে ভারতে গেছে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রিকেটাররা যেন দেশের সম্মান বজায় রাখতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বিশ্বকাপে ক্রিকেটাররা যেন নিজেদের সেরাটা নিংড়ে দেন এবং আন্তরিকতা নিয়ে খেলেন সেই আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।’

এ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে। আসার আগেও আমি কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গেও আমি কথা বলি। যারা সংগঠক তাদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি। সব রকম সহযোগিতা করেন থাকি।’

তিনি নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সব সময়।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.