কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারবো না: তামিম

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে সুযোগ হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তামিম ইস্যুতে বিসিবির ব্যাখ্যাও মনঃপুত হয়নি ক্রিকেটপ্রেমীদের কাছে। আসলেই কী ঘটেছিল? শুধুমাত্র চোট নাকি অন্য কিছু? এই সব প্রশ্নের উত্তর জানালেন তামিম নিজেই।

এছাড়া একেক গণমাধ্যমে একেকরকম কারণ উঠে এসেছে। সবার আগে যে কথাটা ছড়িয়ে পড়েছিল, তামিম ইকবাল বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না, তা শুনে খেপেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

তবে আজ (বুধবার) লাইভে এসে এই পাঁচ ম্যাচ খেলার খবরটি অস্বীকার করলেন তামিম ইকবাল। তামিম বলেন, এই খবর কে ছড়িয়েছে তিনি জানেন না।

তামিম ভিডিওবার্তায় বলেন, ‘একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি কখনো বলিনি পাঁচটার বেশি ম্যাচ খেলতে পারবো না। এই কথাটা আমি কখনো বলিনি। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কীভাবে মিডিয়ায় এসেছে, কে ছড়িয়েছে। এটা পুরোপুরি ভুয়া কথা।’

‘আমি নির্বাচকদের বলেছিলাম, দেখেন আমার বডিটা এরকমই থাকবে এখন যে অবস্থা। একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এটা মাথায় রেখেই দল নির্বাচন কইরেন’-যোগ করেন তামিম।

ভিডিও…

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.