সব ঠিক থাকলে পাশের দেশ ভারতে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল ওপেনার তামিম ইকবালের। যদিও নানা ঘটনা প্রবাহ, নাটকীয়তা, স্বপ্নভঙ্গের পর বিশ্বকাপ দলে রাখা হয়নি এই ওপেনারকে। তাই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ নোটিশ পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার সারাদিন নাটকীয়তার পর রাতে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় টাইগারদের বিশ্বকাপ জার্সি। ১৫ সদস্যের এ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। তামিমের বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ হাসানের।
এদিকে কয়েক দিনের ঘটনা নিয়ে কথা বলতে ভিডিও বার্তায় আসছেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ওই পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবাই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
অর্থসূচক/এএইচআর