নিউইয়র্কে এসআইবিএল ও সানম্যান এক্সপ্রেসের চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফারের মধ্যে সম্প্রতি নিউইয়র্কে রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমেরিকায় সানম্যান এক্সপ্রেসের উদ্যোগে রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক মাহমুদুল আলম ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম।

অন্যান্যের মধ্যে সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন, পরিচালক তাসনিমা সানিয়া মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পার্টনারশীপ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে প্রবাসী বাংলাদেশীগণ সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে আমেরিকা থেকে সরাসরি নগদ ও বিকাশ ওয়ালেটে রিয়েল টাইম রেমিট্যান্সের টাকা পাঠাতে পারবেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.