নেতৃত্বের অভিষেকে টসে জিতলেন শান্ত , একাদশে ৪ পরিবর্তন

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে একটু পরই মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেতৃত্বের অভিষেকে টস জিতলেন তিনি।

বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন এসেছে। শান্ত ছাড়াও এই ম্যাচে খেলেছেন মুশফিকুর রহিম, জাকির হাসান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ , মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.