বিশ্বকাপ শুরু হতে ১০ দিনেরও কম সময় বাকি। অবশ্য প্রস্ততি ম্যাচ খেলতে দলগুলো কয়েকদিনের মধ্যেই ভারতের পা রাখবে। এদিকে পাকিস্তান থেকে ভারতের সরাসরি কোনো ফ্লাইট নেই। ফলে ২৫ সেপ্টেম্বর দুবাই হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা জটিলতা। ফলে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয় পিসিবি।
কারণ বিশ্বকাপ খেলতে যাওয়ার ৪৮ ঘণ্টার কম সময়ের আগে ভারতের ভিসা পেলো বাবর আজমরা। নতুন পরিকল্পনা অনুযায়ী বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাদের। সেখানে ট্রানজিট করেই সন্ধ্যায় হায়দ্রাবাদে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের।
যদিও সোমবার আইসিসির কাছে বৈষম্যের অভিযোগের কথা জানিয়েছে পিসিবি। যেখানে তারা জানিয়েছে পাকিস্তান একমাত্র দল যারা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভারত সফরের ভিসা পায়নি। এ বিষয়ে এক বিবৃতিতে পিসিবির মুখপাত্র উমর ফারুক বলেছেন, ‘আইসিসি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের ছাড়পত্র পেতে এবং ভিসা পেতে অতিরিক্ত মাত্রায় দেরি হচ্ছে। আমরা পাকিস্তানের প্রতি অসম আচরণের জন্য উদ্বেগ প্রকাশ করছি এবং এবং এই ব্যাপারে আমরা আইসিসিকে চিঠি দিয়েছি।’
এদিকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে প্রায় এক সপ্তাহ আগে ভিসার জন্য আবেদন করেছিল পাকিস্তান। এরপর থেকেই তাদের ভিসার ব্যাপারে একের পর এক আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু ভিসা দেয়া হচ্ছে না। এই অনিশ্চয়তা পাকিস্তান দলের বিশ্বকাপ পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছে বলেও জানিয়েছেন সেই মুখপাত্র। তিনি যোগ করেন, এটা হতাশার বিষয় এমন একটি বড় টুর্নামেন্টের আগে পাকিস্তান দলকে এই অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা গত তিন বছর ধরে আয়োজকদের বাধ্যবাধকতার ব্যাপারে মনে করিয়ে আসছি এবং এটা শেষ পর্যন্ত দুইদিনে এসে ঠেকেছে। আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। আমরা ভারতে যাওয়ার পথে দলের দৃঢ়তা বৃদ্ধির জন্য দুবাইতে সময় কাটানোর কথা ভেবেছিলাম। সেই পরিকল্পনাও বাতিল করতে হয়েছে।’
হায়দরাবাদে আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে পাকিস্তান। আগেরদিন রাতে হায়দরাবাদে পৌঁছে পরদিন বিকেলেই ম্যাচটি খেলার কথা তাদের। নিরাপত্তার কারণে পর্যাপ্ত পুলিশ পাওয়া না যাওয়ায় ম্যাচটি অবশ্য দর্শকহীন স্টেডিয়ামেই খেলতে হবে বাবরদের। তবে ভিসা জটিলতায় ম্যাচটি বাবরদের খেলা হবে কিনা সেটাই নিয়েই এখন সংশয়। এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে অবশ্য দর্শকদের সামনেই খেলার সুযোগ পাবে বাবর আজমের দল। গত ১০ বছরে পাকিস্তান দল একবারই ভারত সফরে গেছে সেটা ২০১৬ সালে। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে গিয়েছিল তারা। দীর্ঘদিন পর ভারত সফরে যাওয়ার আগে ভিসা জটিলতার মুখে পড়তে হলো তাদের।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.