নাগর্নো-কারাবাখ ছাড়ছেন আর্মেনিয়ার মানুষ

নাগর্নো-কারাবাখ ছাড়ছেন আর্মেনিয়ার মানুষ। আজারবাইজান তাদের সঙ্গে শত্রুতাপূর্ণ ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন তারা। কারণ নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার মানুষই সংখ্যায় বেশি।

আর্মেনিয়ার সরকার জানিয়েছে, রোববার রাত দশটা পর্যন্ত এক হাজার ৫০ জন মানুষ এসেছেন।

প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যাদের কাছে গাড়ি ও জ্বালানি আছে, তারা নাগর্নো-কারাবাখ ছেড়ে বিপুল সংখ্যায় আর্মেনিয়া চলে এসেছেন। তাদের আশঙ্কা, আজারবাইজান কর্তৃপক্ষ তাদের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার নেতারা জানিয়েছেন, যারা এলাকা ছেড়ে যেতে চান, তাদের আর্মেনিয়া আশ্রয় দেবে।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ২৩ জন আহত সেনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে। তাদের আন্তর্জাতিক রেডক্রস এসকর্ট করছে।

গত মঙ্গলবার আজারবাইজান নাগর্নো-কারাবাখে সামরিক অভিযান শুরু করে। একদিনের মধ্যে তারা এলাকার দখল নেয়। বিদ্রোহীরা আত্মসমর্পণ করে।

আর্মনিয়ার সরকারি সূত্র জানিয়েছেন, আজারবাইজানের আক্রমণের ফলে দুইশজন মারা গেছেন, চারশজন আহত হয়েছেন। আজারবাইজান জানিয়েছেন, আহতদের আর্মেনিয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না।

আর্মেনিয়া দাবি করেছে, আর্মেনিয়ার মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে জাতিসংঘের দলকে নাগর্নো-কারাবাখে মোতায়েন করতে হবে।

আজারবাইজান জানিয়েছে, তারা আর্মেনিয়ার মানুষের অধিকার রক্ষা করবে। বেসামরিক মানুষকে শাস্তি দেওয়া হবে না। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.