৯৯ রানের জয়ে সিরিজ ভারতের

আগে ব্যাট করে ৩৯৯ রান তুলে স্কোরটাকে আগেই অস্ট্রেলিয়ার নাগালের প্রায় বাইরে নিয়ে গিয়েছিল ভারত। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য নেমে এসেছিল ৩৩ ওভারে ৩১৭ রানে। যা প্রায় অসম্ভব বলা যায়। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি অস্ট্রেলিয়া।

তারা থামে ২১৭ রানে। ফলে বৃষ্টি আইনে ভারত ম্যাচ জিতে নেয় ৯৯ রানে। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। ইন্দোরের হলকার স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের ওপর রীতিমতো তোপ ঝেড়েছেন ভারতীয় ব্যাটাররা। যদিও দলীয় ১৬ রানেই সাজঘরে ফিরেছিলেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। এরপর দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি। শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের এই জুটিই ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

আইয়ার আউট হয়েছেন ৯০ বলে ১০৫ রান করে। আর গিলের ব্যাট থেকে আসে ৯৭ বলে ১০৪ রান। এরপর অধিনায়ক লোকেশ রাহুলের ৩৮ বলে ৫২, ইশান কিশানের ১৮ বলে ৩৭ রানে ৩০০ পেরিয়ে যায় ভারত। বাকিটা ছিল সূর্যকুমার যাদবময়। এই ভারতীয় ব্যাটার ৩৭ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের সংগ্রহটাকে ৪০০ এর দোরগোড়ায় নিয়ে যান.৯ বলে ১৩ রান করে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট পেলেও ১০৩ রান খরচা করেন ক্যামেরন গ্রিন। একটি করে উইকেট নেন জস হ্যাজেলউড, শেন অ্যাবোট ও অ্যাডাম জাম্পা।

ভারতের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ৩৯ বলে ৫৩ ও অ্যাবোটের ৩৬ বলে ৫৪ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেনি। ম্যাচ ৩৩ ওভারে নেমে আসলেও ২৮.২ ওভারেই অস্ট্রেলিয়া অল আউট হয়েছে ২১৭ রানে। ভারতের হয়ে ৩টি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ২টি উইকেট গেছে প্রসিধ কৃষ্ণার ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ শামি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.