নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সহজেই জিতে গেছে কিউইরা। আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। এই ম্যাচে বিশ্রাম চেয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস এবং অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
জানা গেছে, এই দুই ওপেনারকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সম্প্রতি চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন তামিম। সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির কথা বলেছেন।
একদিনের বিরতিতে এরই মাঝে দুটি ম্যাচ খেলে ফেলা তামিমের কথাকে গুরুত্ব সহকারে দেখছে টিম ম্যানেজমেন্টও। কেননা বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আরও একটি ম্যাচ খেলে ইনজুরির ঝুঁকি বাড়াতে চান না তামিম। যদিও তার না খেলার নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।
এদিকে টানা অফ-ফর্মে থাকা লিটন বিশ্রাম চেয়েছেন অন্য একটি কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে একটানা খেলার মধ্যে আছেন তিনি। এশিয়া কাপ শেষে দলের অন্যান্য আস্থাভাজনরা যখন বিশ্রামে, তখনও তিনি খেলার মাঝেই আছেন। জ্বর থেকে উঠলেও পর্যাপ্ত বিশ্রাম হয়নি তার, এমনটাই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন লিটন। তার কথাও রেখেছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের চাওয়ায় শেষ ওয়ানডের দলে ফিরছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এ ছাড়া সাকিব আল হাসানও ফিরতে পারেন শেষ ম্যাচে। শেষ ম্যাচে খেললে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক সাকিবই। নয়তো এই ম্যাচে নেতৃত্ব দেবেন মিরাজ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.