মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। শুরু থেকেই কিউই ওপেনারের ভোগাতে থাকেন মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ। দারুণ সব সুইংয়ে দুজনই প্রথম দুই ওভারে কিউইদের ওপর চাপ সৃষ্টি করেন। তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
মুস্তাফিজের বাউন্স বলটি কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন উইল ইয়াং। আট বল খেললেও রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এদিকে আজকের একাদশে নেই গত ম্যাচে হালকা চোট পাওয়া তানজিম সাকিব। তার বদলে একাদশে আছেন হাসান মাহমুদ। একাদশে জায়গা হয়নি নুরুল হাসান সোহানের। তার জায়গায় অভিষেক হচ্ছে খালেদ আহমেদের।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.