প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে স্বল্পমেয়াদি প্রশিক্ষন প্রকল্প পরিচালনা করছে জেডএসআরএম ও সম্ভাবনা। এ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পরা ও সুবিধা বঞ্চিত নারীদের বিনামূল্যে স্বল্প মেয়াদি হস্ত শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন দিবে সম্ভাবনা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উক্ত প্রকল্পে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন সহযোগি প্রতিষ্ঠান জেডএসআরএম’র চেয়্যারম্যান হাসান উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রাজন ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সামিমা হক।
প্রকল্পে প্রথম পর্যায়ে জেডএসআরএম সহযোগিতায় ঢাকার ৪০ জন এবং পাবনা জেলার ৪০ জন মোট আশি জন নারীকে ব্লক-বাটিক এবং হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষন প্রাপ্ত নারীরা তাদের অভিজ্ঞতা এবং কাজের প্রয়োজনিয়তার কথা ব্যক্ত করেন।
এ প্রকল্প সম্পর্কে জেডএসআরএম’র চেয়্যারম্যান হাসান উদ্দিন আহমেদ জানান, নারী পুরুষ নির্বিশেষে একসাথে কাজ করলে এগিয়ে যাবে দেশ। তিনি প্রশিক্ষন প্রাপ্ত নারীদের কাজের অগ্রগতিকে সাধুবাদ জানান এবং পাশাপাশি আরো উন্নতমানের এবং বানিজ্যিভাবে কাজ করার পরামর্শ দেন।
এ প্রকল্প সম্পর্কে জেডএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রাজন বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে নারীদের অবদান অনস্বীকার্য। এখনকার নারীরা ঘরে বাইরে সমান হারে কাজ করছে। জেডএসআরএম নারীদের এই অবদানকে সম্মান জানিয়ে সমাজের পিছিয়ে পরা নারীদের অনুপ্রেরণা যোগাতে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রকল্পে কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
সম্ভাবনা’র প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম এ প্রকল্প সম্পকে বলেন, আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী। দেশের সামগ্রীক উন্নয়নে তাই নারীর ভূমিকা অসামান্য। দেশের অর্থনৈতিকে সচল রাখাতে এবং নারীর সমতা আনতে নারীদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ন। নারীদের স্বাবলম্বি করার মতো অলাভ জনক কিন্তু উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করায় জেডএসআরএমকে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, নারীদের স্বাবলম্বি করতে ও নারী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে যাত্রা শুরু কওে অনিন্দিত নারী দক্ষতা উন্নয়ন কেন্দ্র। সম্ভাবনার পরিচালনায় দেশের খ্যতিমান যুব প্রশিক্ষকদের অংশগ্রহনে ও দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থার সহায়তায় প্রতিষ্ঠানটি নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষন প্রদান করেছে। বস্তিবাসি ও দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দক্ষতা উন্নয়ন, সেলাই প্রশিক্ষন, প্রজনন স্বাস্থ্য সেবা, শিশুর শিক্ষা বিষয়ক সচেতনতা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ সহ সুবিধা বঞ্চিত নারীদের স্থায়ী কর্মসংস্থানসৃষ্টির জন্য কাজ করছে অনিন্দিত নারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সামিমা হক, সম্ভাবনার সহ উদ্যোক্তা ও অনিন্দিত নারীর পরিচালক মুশফিকা নিশাত, সম্ভাবনার সহ উদ্যোক্তা ও হেড অব ফাইনান্স আল আমিন হোসাইন, সম্ভাবনার কর্মকর্তা,কর্মচারি এবং প্রশিক্ষনার্থীগণ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.