গ্লাস অ্যাম্পুলের উৎপাদন বাড়াবে ফার্মা এইডস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে গ্লাস অ্যাম্পুলের টোল উৎপাদনের জন্য চুক্তি করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে কোম্পানির উৎপাদন ক্ষমতার থেকে গ্লাস অ্যাম্পুলের চাহিদা অনেক বেশি। টোল উৎপাদন চুক্তি আগামী ১ অক্টোবর থেকে কারযকর হবে। অক্টোবর,২০২৩ থেকে আগামী ২০২৪ সালের ৩১ মার্চ পরযন্ত ৬ মাস থাকবে পরীক্ষামূলক সময়।

উল্লেখিত সময়ে কোম্পানিটির টোল উৎপাদনে সন্তোষজনক ফলাফল হলে চুক্তির মেয়াদ বাড়বে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.