ডিএসইর নবনিযুক্ত এমডির সঙ্গে আইএসটিসিএল প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ’র সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) একদল প্রতিনিধিগণ।  এ সময় আইএসটিসিএল’র পক্ষ থেকে প্রতিনিধিরা নবিনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা জানায়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মফিজুর রহমান (সিইও), এসকে আসলাম উদ্দিন (এসিইও), হুর আখতার আমীন (এসিইও) এবং মোঃ আরিফুর রহমান মিয়া (ডিসিইও)।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি হিসেবে যোগদান করেন ড. এটিএম তারিকুজ্জামান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৮ আগস্ট তাঁর নিয়োগ অনুমোদন করে।

শেয়ারবাজারে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এটিএম তারিকুজ্জামানের। তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমকম এবং সাউথ ইস্টার্ণ ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৭ সালে বিএসইসিতে উপ-পরিচালক হিসেবে যোগদান করেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.