মানুষের জীবন অনেক ভালো মন্দের ভিতর দিয়ে চলে। জীবনে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা সেসব কাটিয়ে উঠতে অনেকের সাথে শেয়ার করে থাকি। সমাধানের জন্য অনেকের কাছে গোপন কথা বলে থাকি। আবার মানসিক চাপ থেকে বের হতেও অনেকের সাথে শেয়ার করে থাকি। কিন্তু এসব কি ঠিক? দিন পালটাচ্ছে সময় পালটাচ্ছে বেশির ভাগ মানুষ এখন কিভাবে কার ক্ষতি করা যায় সেই দিকে তাকিয়ে থাকে তাই কি কি বিষয় আপনি সবার সাথে শেয়ার করবেন না তা নিচে দেওয়া হলো-
- আপনার ব্যক্তিগত সমস্যা
আপনি কখনো কারো সঙ্গে আপনার ব্যক্তিগত সমস্যা শেয়ার করবেন না এতে আপনার জীবনে ঝুঁকি বেড়েই চলবে। আপনার জীবনে ব্যক্তিগত সমস্যা থাকবেই। হতে পারে সেটা কোনো শারীরিক বা মানসিক সমস্যা অথবা কোনো ব্যক্তির সঙ্গে কিছু নিয়ে ঝামেলা। অকারণে নিজের সেই সমস্যার কথা শেয়ার করবেন না। যেখানে সমাধান পাবেন, সেখানে শেয়ার করবেন। জীবনে কিছু মানুষ আছে যারা সুযোগ পেলেই মানুষের দুর্বল জায়গায় আঘাত করে বসে। তাই সমস্যার কথা বলার আগে ভেবে নিবেন।
- আপনার স্বপ্ন ও আকাঙ্ক্ষা
কথায় বলে, মানুষ তাঁর স্বপ্নের সমান বড়। স্বপ্ন না দেখলে মানুষ বড় হবে কীভাবে? কিন্তু আপনি যদি সেই স্বপ্নের কথা আশপাশের মানুষদের বলে বেড়ান, তাহলে আপনার নিজেরই ক্ষতি। নিজের কথা যাঁদের বলবেন, তাঁদের হয়তো নিজেদের ওপরই অতটা বিশ্বাস নেই। সে হীনম্মন্যতা দিয়ে তাঁরা আপনাকে বিচার করতে পারে। আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তা ছাড়া সব স্বপ্ন তো আর পূরণ হবে না, এটিই স্বাভাবিক। কিন্তু সেটা যদি আপনি অন্যদের বলে বেড়ান, তাহলে তাঁরা আপনাকে সেভাবেই দেখবে যে লোকটার মুখে বড় বড় কথা। আর কথায় না বড় হয়ে কাজে বড় হোন।
- আপনার ধর্মবিশ্বাস বা আধ্যাত্মিক বিশ্বাস
আপনার ধর্মবিশ্বাস বা আধ্যাত্মিক বিশ্বাস একান্তই নিজস্ব। অকারণে অন্যের সঙ্গে শেয়ার করলে বিড়ম্বনায় পড়তে পারেন। যাঁর সঙ্গে শেয়ার করবেন, তিনি হয়তো এমন বিশ্বাসকে হেসেই উড়িয়ে দিতে পারেন। তাঁর সঙ্গে আপনার সম্পর্কের ঘাটতি হতে পারে। তাই নিজের বিশ্বাস নিজের কাছেই রাখুন। আর বিশ্বাস তো বিশ্বাসই।
- টাকাপয়সার বিবরণ
আপনার টাকা পয়সা হিসাব নিকাশ আপনার কাছেই থাকা ভালো। আপনার কী আছে না আছে, তা অন্যদের না জানানোও চলবে। কেবল পরিবারের বিশ্বস্ত মানুষেরা জানলেই যথেষ্ট। প্রথমত, অর্থসম্পদের নিরাপত্তার খাতিরে জানাবেন না। দ্বিতীয়ত, মানুষের ঈর্ষা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যও জানাবেন না।
- সম্পর্কের কথা
পৃথিবীতে একবারে নিখুঁত বলতে কিছুই নেই। সবকিছুর মধ্যে সমস্যা আছে সম্পর্কও ব্যতিক্রম নয়। সকল ধরনের সম্পর্কেই ঝামেলা হয় আবার ঠিক ও হয়ে যায়। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মনোমালিন্য খুবই স্বাভাবিক ঘটনা। আপনি অযথা মানুষের সঙ্গে শেয়ার করলে তা কানকথার সৃষ্টি করবে, নেতিবাচকতা ছড়াবে আর আপনাদের ঝামেলা আরও বাড়বে। বরং আপনজন বা বিশ্বস্ত বন্ধুবান্ধবের সাহায্য নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন।
- স্বাস্থ্যের অবস্থা
সবাইকে আপনার শারীরিক কোনো অসুস্থতা বা অবস্থার কথা জানানোর দরকার নেই। কেননা উপদেশ দেওয়ার মানুষের তো অভাব নেই। আর বেশির ভাগ ক্ষেত্রেই তিনি সে বিষয়ে বিশেষজ্ঞ নন। তাই এতে করে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনার উদ্বেগ আরও বাড়তে পারে।
- গোপন অতীত বা গোপন কথা
সব কথা কখনো কাউকেই বলবেন না। যাঁর যে কথা জানা জরুরি, তাঁকে সে ব্যাপারে জানান। সব শেয়ার করার মাধ্যমে সম্পর্কে জটিলতা সৃষ্টি হয়।মানুষের ষড়যন্ত্রের স্বীকার হতে পারেন। মানসিক চাপ বহুগুণ বেড়ে যেতে পারে।
অর্থসূচক/ এইচএআই