নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: ইসি আনিছুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের শুরুর দিকে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেছেন, ‘আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করবো। এর আগে তৈরি করবো নির্বাচনের পরিবেশ।

ইসি আনিছুর রহমান বলেন, আমরা চাই সবাই মিলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। রাজনৈতিক বিষয়ে আমরা কথা বলতে চাই না। কারণ, আমরা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে কাজ করছি। সংবিধানের মধ্যে থেকে আমরা সবকিছু করছি। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে। আশা করছি, এই বিষয়গুলো কোনো না কোনোভাবে মীমাংসা হয়ে যাবে।’

রোববার কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন-সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন ইসি আনিছুর রহমান। এ সময় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ আমাদের ওপর নির্ভর করে না। সেটা নির্ভর করে দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করবো। গত দেড় বছরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি, এখনও জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচন যেন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়। সেটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর। এ ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিএনপিকেও আমরা বহুবার ডেকেছি। আমাদের দরজা এখনও খোলা আছে। তারা যদি আমাদের কাছে আসতে চায়, আমরা ওয়েলকাম করবো। আমরা চাই সবাই মিলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন সক্ষম।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.