সাঙ্গাকারার চোখে ফেভারিট ভারত-ইংল্যান্ড

শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। অনেক রথী-মহারথীরা বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশা ও অনুমান নিয়ে হাজির হচ্ছেন। শক্তিমত্তায় কোন দল এগিয়ে সেটাও বিশ্লেষণ করছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন কিংবদন্তি লঙ্কান ব্যাটার কুমার সাঙ্গাকারা।

স্কাই স্পোর্টসের সঙ্গে এক অনুষ্ঠানে সাঙ্গাকারা বলেন, ‘আমার মনে হয় ইংল্যান্ড এবং ভারত সবচেয়ে ফেভারিট। আমি শ্রীলঙ্কার শেষ ম্যাচটি দেখেছি এবং তারা এশিয়া কাপে কেমন করেছে সেটাও পর্যবেক্ষণ করেছি। তারা প্লে অফে খেলার জন্য তারাও চ্যালেঞ্জিং একটি দল। যখন আপনি প্লে অফে খেলবেন, আপনি মাত্র এক ম্যাচে দূরে থাকবেন। একটি ভালো দিন গেলেই আপনি ফাইনালে যেতে পারেন।’

চলমান এশিয়া কাপে ইনজুরির কারণে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারেননি বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। টুর্নামেন্টের শেষদিকে ছিটকে গেছেন এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত পারফর্ম করা মাহিশ থিকশানাও। তবুও নিজেদের সামর্থ্য প্রমাণ করে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লঙ্কানরা।

এদিকে ঘরের মাঠের বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করছে হার্দিক পান্ডিয়ার ওপর। এমনটাই মনে করেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। স্কাই স্পোর্টসের সেই অনুষ্ঠানে মরগান বলেন, ‘হার্দিকের ফিটনেস বেশ ভালো, সে বলও করতে পারে। এশিয়া কাপে সে অল্পবিস্তর বোলিং করেছে। সে সত্যিই ভালো বোলিং করেছে এবং টুর্নামেন্টে খুব কম দলই আছে যাদের এমন কেউ আছে যে সেরা ছয়ে ব্যাট করবে এবং বোলিং করার ক্ষমতা রাখে। হার্দিককে ফিট হিসেবে পাওয়া এবং পাঁচ-ছয় ওভারের কোয়ালিটিং বোলিং আমার চোখে তাদের ফেভারিট বানিয়ে দিয়েছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.