বিপিএলে নতুন দল

বেশ আগে থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের তোরজোড় শুরু হয়ে গেছে। সবগুলো ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল সাজানো শুরু করে দিয়েছে কয়েক মাস আগেই।

ড্রাফটের বাইরেও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাচ্ছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএলের আগামী আসরে ড্রাফট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর।

যদিও সবচেয়ে বড় খবর আগামী আসর শুরুর আগে বদলে গেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের গত আসরে রুপা ফেব্রিক্সের মালিকানায় অংশ নিয়েছিল ঢাকা ডমিনেটর্স। এবারের আসর দুর্দান্ত ঢাকা নামের নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। যদিও ছয়টি দল রয়েছে আগের মতোই।

সবকিছু ঠিক থাকলে আগামী দুই মৌসুমের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় দেখা যাবে তাদেরকেই। গত বিপিএলের আগে ফ্র্যাঞ্চাইজি বন্টনের সময় প্রগতি অটো রাইস মিল লিমিটেডকে ৩ বছরের চুক্তিতে ঢাকার মালিকানা দেওয়া হয়েছিল।

যদিও ড্রাফটের আগে তারা বিসিবির শর্ত পূরণ করতে পারেনি। পরে রুপা ফেব্রিক্সকে মালিকানা দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিটির। এরপর তারা দলের নাম রাখেন ঢাকা ডমিনেটর্স। বিপিএলে প্রথমবারের মতো অংশগ্রহণ করে তারা কোনো চমক দেখাতে পারেনি।

উল্টো বিপিএলের আরেকটি আসরের আগে আর্থিক নানা শর্ত পূরণ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। এবার নিউটেক্স গ্রুপের মালিকানায় আগামী মৌসুমে ‘দুর্দান্ত ঢাকা’ নামে মাঠে নামবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.