মিডল্যান্ড ব্যাংক লিমিটেড “Visa Excellence Award” বিভাগে ‘EXCELLENCE IN PREPAID CARDS (Associate Member)’ অর্জন করেছে। অনুষ্ঠানটি ‘ভিসা’ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শেরাটনে আয়োজন করে।
‘VISA LEADERSHIP CONCLAVE 2023, TOWARDS A CASHLESS, SMART BANGLADESH’ শীর্ষক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জাহিদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রাশেদ আকতার এবং ব্যাংকের হেড অব কার্ড মোঃ আবেদ-উর-রহমান।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.