পারস্য উপসাগর থেকে ইরানের তেল চুরির সময় দুটি বিদেশি তেল ট্যাংকার আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার সদস্যরা।
আইআরজিসির থার্ড নেভাল জোনের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শরীফ শিরালি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত দুই দিনে আইআরজিসির নৌ শাখা দুটি তেল ট্যাংকার আটক করেছে। পারস্য উপসাগর থেকে সংঘবদ্ধভাবে ইরানের তেল ও গ্যাস চুরির সময় ট্যাংকার দুটি আটক করা হয়।
শিরালি জানান, ইরানের বিচার বিভাগের নির্দেশে স্টিফেন ও ক্রাউন নামে পানামা এবং তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করা হয়েছে। এই অভিযানের সময় প্রায় ১৫ লাখ লিটার তেল উদ্ধার করা হয়। ট্যাংকার দুটি আটক করে ইরানের বন্দর-ই মাহশাহর ও আরভান্দ ঘাঁটিতে নেয়া হয়। এ সময় ট্যাংকারের ৩৭ ক্রুকে ইরানের বিচার বিভাগের হাতে সোপর্দ করা হয়। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.