সাত কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা

বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করছে ক্রিপ্টোকারেন্সি। হরহামেশাই জনপ্রিয় এই ডিজিটাল মুদ্রা চুরি হয়ে যাচ্ছে। সম্প্রতি ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনএক্স থেকে সাত হাজার কোটি ডলার চুরির পেছনে উত্তর কোরিয়ার হ্যাকারদের হাত রয়েছে বলে জানিয়েছেন ব্লকচেইন গবেষকরা।

রয়টার্সের এ সংক্রান্ত একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েনএক্সের ক্রিপ্টো সম্পদ সংরক্ষণে ব্যবহার করা ওয়ালেটগুলো হ্যাক করা হয়েছে। এরফলে এই এক্সচেঞ্জের প্রায় ৭ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। তবে অর্থের এই পরিমাণ এক্সচেঞ্জটির মোট সম্পদের ক্ষুদ্র একটি অংশ বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন কয়েনএক্স।

ব্লকচেইন গবেষণা সংস্থা এলিপটিক জানায়, উত্তর কোরিয়ার হ্যাকার দল লাজারাস গ্রুপ। ক্রিপ্টো সম্পদ হাতিয়ে নেওয়ার পেছনে এই গ্রুপের জড়িত থাকার বিষয়ে বেশ কিছু কারণের ইঙ্গিত পাওয়া গেছে।

তবে এই হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে কিছু জানায়নি কয়েনএক্স।

রয়টার্সকে কয়েনএক্স ই-মেইলে জানায়, হ্যাকারের পরিচয় বের করার জন্য তদন্ত চলছে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের একটি ক্রিপ্টো ফার্ম থেকে ১০০ মিলিয়ন ডলার সমমানের ক্রিপ্টো চুরি হয়। এর পেছনেও ছিলো উত্তর কোরিয়ার হ্যাকাররা। তখন এমনটাই জানিয়েছিলো ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

অর্থসূচক/এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.