কৃষি মার্কেটে আগুন পুড়লো ১৮ স্বর্ণের দোকান

মোহাম্মদপুর কৃষি মার্কেটের যে জায়গাটিতে আগুন লেগেছে, সেই অংশেই ছোট-বড়-মাঝারি ধরনের প্রায় সাড়ে ৩০০ মতো দোকান ছিল। আগুনের তীব্রতার কারণে মার্কেটে থাকা ১৮টি স্বর্ণের দোকান আগুনের লেলিহান শিখায় পুড়লো। এদিকে নিজেদের উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠানটি নিজেদের চোখের সামনে পুড়ে যেতে দেখে শোকে স্তব্ধ ব্যবসায়ীরা।

রাজধানীর এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে স্বর্ণের দোকান ছাড়াও কাঁচা বাজার, পোশাক-আশাক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্লাস্টিক সামগ্রী, ক্রোকারিজসহ চালের আড়তও ছিল।

কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজার মার্কেটের সামনে ৯টি এবং ভেতরে ৯টিসহ মোট ১৮টি স্বর্ণের দোকানের বেশিরভাগই পুড়ে গেছে বলে জানান দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুনে শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার ও সহায়তায় পুলিশ ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.