হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির মামলায় গ্রেফতার সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহীসহ আট জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬) ও মো. মাসুম রানা (৩৩) এবং সিপাহী মো. মোজাম্মেল হক (৩৫), মো. নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬), ও মো. আফজাল হোসেন (২৯)।
আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর আলী এ তথ্য জানিয়েছেন।
এর আগে কাস্টমসের চার সহকারী রাজস্ব কর্মকর্তা এবং গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা চার সিপাহিকে গ্রেফতার দেখায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। অন্য ৬ আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.