পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের SEIP প্রকল্পের অধীনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে এবি ব্যাংক লিমিটেড ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা।
এতে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক জাহিদ ইকবাল, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্প ও এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ খাগড়াছড়ি জেলার সম্ভবনাময়ী ২৭ জন তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.