নারী বিনিয়োগকারীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নারী বিনিয়োগকারীদের নিয়ে “Essentials of Capital Market Investment for Women Entrepreneurs” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিআইসিএম’র মাল্টিপারপাস হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) নামের একটি নারী উদ্যোক্তা সংগঠনের শতাধিক নারী সদস্য এ প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

নারী বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত উক্ত বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। এ সময় উই’র প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, নির্বাহী পরিচালক আইরিন পারভীন, কার্যকরী কমিটির পরিচালক সালমা পারভীন ও রাকিবা পারভীন,  বিআইসিএম’র নারী বিনিয়োগকারী এবং উদ্যোক্তা ক্রমবিকাশ কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক কাশফীয়া শারমীন, কমিটির সদস্য সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম ও প্রভাষক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর নিয়মিতভাবে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই অংশ হিসেবে ইন্সটিটিউটের পক্ষ থেকে নারী বিনিয়োগকারীদের জন্য এ প্রশিক্ষণ আয়োজন। নারীরা যাতে তাঁদের সঞ্চয়কৃত অর্থ সতর্কতার সাথে পুঁজিবাজারে বিনিয়োগ করে সাবলম্বী হতে পারেন বিআইসিএম’র পক্ষ থেকে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উই’র নির্বাহী পরিচালক আইরিন পারভীন বলেন, ইউ’র সদস্যরা বিআইসিএম থেকে শিক্ষা গ্রহণ করে ই-কমার্সের পাশাপাশি পুঁজিবাজারেও যাতে বিনিয়োগ করতে পারে সে লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

বিআইসিএম পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে ফ্রি ইনভেস্টরস’ এডুকেশন প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এছাড়াও, ইন্সটিটিউটের পক্ষ থেকে পুঁজিবাজারের পেশাজীবীদের জন্য সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর সার্টিফিকে ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয়।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.