নাইম ভালো না করায় নির্বাচক-কোচদের দোষ কোথায়: রাজ্জাক

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে হেরেছিল টাইগাররা। তবুও নিশ্চিত হয়েছিল সুপার ফোরে খেলা। সুপার ফোরে টানা দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে সাকিবরা।

বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন মিরাজ। কিন্তু অন্য ওপেনার নাইম ৪ ম্যাচে করেছেন মোটে ৮৫ রান। তার সর্বোচ্চ ইনিংসটি ২৮ রানের। এমন পারফরম্যান্সের পর তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এমন অবস্থায় এই টাইগার ব্যাটারের পাশে দাঁড়াচ্ছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘কিছু ম্যাচ খারাপ খেলেছে মানেই ও খারাপ খেলোয়াড় না। নাঈমের আগের রেকর্ড ভালো। প্রিমিয়ার লিগে ভালো সময় কাটিয়েছে। এই মূহুর্তে আমরা যেমন আশা করছি হয়তো তেমন করতে পারছে না। তার মানে এই না যে ও খারাপ খেলোয়াড়। মিডিয়া সমালোচনা করবেই, তাদের কাজই এটা। বুঝলে এটা করার কথা না। তবে কেউ যদি জেনে বুঝে করে তাদেরকে আমার কিছু বলার নেই। একটা মাত্রার মধ্যে থেকে সমালোচনা করা ভালো।’

প্রায় প্রতিটি ম্যাচেই ভালো শুরু পেয়েছিলেন নাইম। তবে ইনিংস বড় করতে পারেননি। স্ট্রাইক রোটেশন না করতে পেরে উল্টো নিজের ওপর চাপ বাড়িয়ে আউট হয়ে গেছেন। নাইম পারফর্ম করতে না পারায় রাজ্জাক বলেন, ‘ওকে না নেয়ার মতো কিছু করেনি। ও তো জাতীয় দলে খেলার মতো কাজই করেছে। সেই কারণেই ওকে সিলেক্ট করা হয়েছে। এখানে ক্লিক করতে পারেনি। তো ক্লিক না করতে পারলে হয় নির্বাচকদের দোষ বা বোর্ড সভাপতির দোষ, অথবা অধিনায়কের দোষ, অথবা কোচের দোষ, আমরা কেন এতো দোষ খুঁজি বুঝি না। ক্লিক না করলে তো আর কিছু করার নেই। ও নিজেই বুঝবে, ওকে কি করতে হবে না করতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.