সাকিব-মুশফিকসহ একাধিক ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না 

এশিয়া কাপ আশানুরূপ হয়নি বাংলাদেশের। সুপার ফোরে টানা দুই ম্যাচে হার ইতোমধ্যে সাকিব আল হাসানের দল ছিটকে গিয়েছে ফাইনালের দৌড় থেকে। তবে সামনে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। যদিও ২১ সেপ্টেম্বর হতে শুরু হওয়া সিরিজে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার কথা ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে নাও থাকতে পারেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এদিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের এই অধিনায়ক। তবে ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এদিকে সাকিব ছাড়াও নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম পেতে পারেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বাইরে রেখে স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ-মোসাদ্দেক হোসেন সৈকতদের অন্তর্ভুক্ত করতে পারে বোর্ড। এ ছাড়া চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজও খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। তার জায়গায় জাকির হাসানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক বোর্ড। পাশাপাশি তামিম ইকবালের এই সিরিজ দিয়ে দলে ফেরারও সম্ভাবনা বেশী। তা ছাড়া পেস বোলিং ইউনিট থেকে বিশ্রাম দেয়া হতে পারে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদদেরও।

এশিয়া কাপের ব্যর্থতা শেষে নিউজিল্যান্ড সিরিজে যে বড় পরীক্ষা-নিরীক্ষা পাশাপাশি ক্রিকেটারদের বিশ্রামের কথা ভাববে বোর্ড তার ইঙ্গিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দিয়েছেন সাকিব। ক্রিকেটারদের যে বিশ্রাম দেয়া হতে এই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ আছে। সেখানে আমরা কিছু জিনিস দেখব। সবারই সুযোগ আছে। এশিয়া কাপে যারা খেলেছে তাদের মধ্যে যারা বিশ্বকাপে কনফার্ম তাদের বিশ্রাম থাকতে হবে বলে আমি মনে করি। প্র্যাকটিস ম্যাচ, ট্রাভেলিং। কারও ইনজুরি হলে সমস্যা হবে। রিপ্লেসমেন্ট নেই। এটা খুব জরুরি সবাই যেন ফিট থাকে। ইবাদত নেই। আমি আশা করব চার জনই যেন ফিট থাকে’- যোগ করেন তিনি।

এদিকে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের পরখ করে দেখার প্রসঙ্গে ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘রিয়াদের সামনে সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার। অভিজ্ঞতার একটা মূল্য আছে। নিউজিল্যান্ড সিরিজে আমাদের অনেকেই খেলবে না হয়তো, ইনজুরির কারণে। ইনজুরির ভয় আছে প্রচুর। এরপরেই যেহেতু বিশ্বকাপ, আমাদের অনেক খেলোয়াড়কেই আমরা খেলাবো না।’

পেসারদের বিশ্রাম দেয়ার প্রসঙ্গে নাজমুল হাসান আরও বলেন, ‘বেশিরভাগ পেসারই হয়তো খেলবে না। এমনিতেই এবাদত নেই, আরেকটা পেসার যদি ইনজুরড হয় তাহলে আমাদের হাতে অপশন নাই। অনেকেই নাকি আছে যারা নাকি খেলবে না, এদের মধ্যে ব্যাটাররাও আছে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাতেও আমাদের বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়ার অপশন থাকবে।’

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ। এরপর দেশে ফিরে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নেবে দল। ২১ সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ। এরপর ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে বাকি দুটি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এই সিরিজের মাঝ পথেই বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকরা। এরপরই বিশ্বকাপের জন্য উড়াল দেবে বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.