টসে জিতেছে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে টাইগারদের।

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে আফিফ হোসেন ধ্রুবর জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। তবে এখনও সুযোগ মেলেনি এনামুল হক বিজয়ের।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, নাইম শেখ, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.