মিরাজের পর ফিরলেন লিটন

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়ায় বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন অবধারিতই ছিল। পাকিস্তানের বিপক্ষে শান্তর পরিবর্তে দলে ফিরেছেন লিটন দাস।

নাসিম শাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই স্কয়ার লেগে ফখর জামানকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন ডাক করলেন মিরাজ। এরপর শুরুর বিপর্যয় সামাল দিয়েছেন লিটন দাস ও নাইম শেখ।

অবশ্য এই দুজনের জুটি বেশিদূর এগোতে দেননি শাহীন আফ্রিদি। তার করা শর্ট লেন্থের বাড়তি বাউন্স পাওয়া বল থার্ড ম্যান অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। তার ব্যাট থেকে এসেছে ১৬ রান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.