আইনের আওতায় আসছে রিক্রুটিং এজেন্সির সাব-এজেন্ট

রিক্রুটিং এজেন্সির সাব-এজেন্ট বা আন-অফিসিয়াল প্রতিনিধিরা আইনের আওতায় আসছে। এমন বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন), ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ প্রথমবারের মতো আইনের মধ্যে রিক্রুটিং এজেন্ট যারা কাজ করেন, তারা সাব-এজেন্ট রাখতে পারবেন। সাব-এজেন্ট কীভাবে নিয়োগ করা হবে, কারা-কারা থাকবেন, সেটি বিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সেই বিধি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তৈরি করবে।

তিনি বলেন, মূল উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের আন-অফিসিয়ালি অনেক সাব-এজেন্ট অথবা প্রতিনিধি আছে। তাদের কখনোই আইনের আওতায় আনা যাচ্ছে না। তারা সবসময় ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে। এজন্য মূলত এ স্টেপটি নেওয়া হয়েছে।

‘আরেকটি বিষয় হচ্ছে আগে যেটা ছিল যে, রিক্রুটিং এজেন্সির কোনো অন্যায় পেলে লাইসেন্স স্থগিত বা বা বাতিল করতে হতো। মাঝখানে যদি ছোটখাটো অপরাধ হতো, কোনো শাস্তির সুযোগ ছিল না। সেজন্য এবার এখন ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।’

মাহবুব হোসেন আরও বলেন, ‘সরকার যদি তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পায়, অভিযোগ পাওয়ার পর যদি তদন্ত করে যখন দেখা যায় হয়তো খুব গুরুতর অপরাধ নয় তখন যাতে শাস্তি দিতে পারে। আগে এটি করা যেত না।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.