শেরে বাংলা এ কে ফজলুল হকের ঐতিহাসিক দল কৃষক শ্রমিক পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) পার্টির সংবিধান সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ও কৃষক শ্রমিক পার্টির সভাপতি ফারহনাজ হক চৌধুরী।
নতুন কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান, আব্দুল মজিদ সুজন, মোঃ সেলিমুর রহমান, তিন্না খুরশিদ জাহান মালা। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ গোলাম মোর্শেদ সুজন। সিনিয়র যুগ্ম মহাসচিব, মো. সোহেল সামাদ বাচ্চু। সাংগঠনিক সম্পাদক ঢাকা, ফখরুল হাসান কাউসার। সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ, মো. শফিক আহমদ। দপ্তর সম্পাদক মো. ফখরুল হাসান। কার্যনির্বাহী সদস্য, মো. মাসুদ রানা, মো. মহিন উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. মাসুদ রানা ও খালেদা আক্তার মায়া।
অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তীতে সকলের আলোচনা ও পরামর্শ অনুসারে বাকি নেতৃবৃন্দের নাম জানানো হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.