লেভেল ক্রসিং অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানী ঢাকার মালিবাগ লেভেল ক্রসিংয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এ কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার সকাল ১০টার পরে তারা রেল লাইনের ওপর অবস্থান নেন। এখন পর্যন্ত ঢাকা থেকে তারাকান্দি যাওয়া অগ্নিবীমা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। ট্রেনগুলো স্টেশনে আটকা রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘সকাল ১০টার পর থেকে রেলের শ্রমিকরা লাইন অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে সরিয়ে দিতে।’

জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) এর মধ্যে চাকরি স্থায়ীকরণে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ কর্মসূচি পালন করছেন রেল শ্রমিকরা। এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এ কারণে ১৬ জুলাই থেকে আন্দোলন স্থগিত ছিল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.