আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের গোড়ার দিকে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, তারিখ ঠিক করিনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান ।
শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথম ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষক (টিওটি) কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
আনিছুর রহমান বলেন, আজকের প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল। আপনারা যারা এখান থেকে প্রশিক্ষণ নেবেন, তারা প্রথমে অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ করাবেন। এরপর অঞ্চলে যারা প্রশিক্ষিত হবেন তারা জেলা পর্যায়ে এবং জেলার প্রশিক্ষিতরা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটে সম্পৃক্ত প্রায় ১০ লাখ জনবলকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো আজ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.