সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্হ্য সেবা প্রদানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাএা শুরু করল তুরস্কভিওিক প্রতিষ্ঠান টার্কিশডক।
বাংলাদেশের প্রতিষ্ঠানের সাথে যৌথ আয়োজনে স্বাস্হ্য সেবার এবং স্বাস্হ্য-পর্যটনের নতুন দ্বার উন্মোচনে ‘টার্কিশডক বাংলাদেশ’ নামের এ প্রতিষ্ঠানটির ঢাকা অফিস শুক্রবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে রাজধানীর গুলশানে উদ্বোধন করা হয়।
বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় উদ্বোধন করেন। এদিন সকালে আনুষ্ঠনিক উদ্বোধনের পরে বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
টার্কিশডক’র গ্লোবাল সিইও মেহমেত ফাইক গোকসু, বাংলাদেশ এর কান্ট্রি হেড নূর করিম রবিন, ম্যানেজিং পার্টনার আরিফ আহমেদ, হেড অব অপারেশনস মিঃ আইহান সেন সহ সিনিয়র কর্মকর্তা বৃন্দ এসময় উপস্হিত ছিলেন।
প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করে তুরস্কের রাষ্ট্র দূত বলেন, স্বাস্হ্য সেবার সর্বাধুনিক প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের উন্নততর, আধুনিক সেবার মান নিশ্চিত করায় বিশ্বে এখন তুরস্কের বিভিন্ন স্বাস্হ্য সেবা প্রতিষ্ঠান উল্ল্যেখযোগ্য কৃতিত্ব, স্বীকৃতি এবং গ্রহনযোগতা অর্জন করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশের সাথে তুরস্কের স্বাস্হ্য সেবা বিষয়ক কোলাবরেশন তৈরি হলে এদেশে সেবা প্রার্থীরা অবশ্যই ভীষন উপকৃত হবে।
নূর করিম এসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন টার্কিশডক সাশ্রয়ী মূল্যে উন্নত এবং বিশ্বমানের গুনগত চিকিৎসা প্রদানের লক্ষ উদ্যেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এটি মানুষের আর্থিক সংগতির কথা বিবেচনায় রেখে সে অনুযায়ী সেবা দানের সামগ্রিক প্রস্তুতি গ্রহন করতে বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন ভারত, থাইল্যন্ড , মালয়েশিয়া , সিংগাপুরে আমাদের দেশ থেকে অনেক রোগী চিকিৎসার জন্য যায় আজ একটি বিকল্প ডেস্টিনেশন হিসেবে আমরা তুরস্কের সাথে যাএা শুরু করছি, এখন প্রতিযোগিতা পূর্ন বাজার তাই যারা সেবায়, গুনগত মানে এবং ব্যয় সাশ্রয়ে এগিয়ে থাকবে তাঁরাই টিকে থাকবে।
ম্যানেজিং পার্টনার আরিফ আহমেদ বলেন, টার্কিশডক তুরস্কের কোন সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের বাংলাদেশ এজেন্ট নয় বরং সে দেশের উন্নততর এবং সাশ্রয়ে সেবা দানকারী যে কোন প্রতিষ্ঠানের সাথেই কোলাবোরেট করে বাংলাদেশের সেবা প্রত্যাশী রোগীদের জন্য সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা। এবং অধিকার সুতরাং তার সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা তাকে পেতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করব।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.