ভারতকে সতর্ক করলেন হেইডেন

এশিয়া কাপ শুরু হয়েছে তবে সব উত্তেজনা জমে আছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। পাকিস্তান এরই মধ্যে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে। আর শনিবার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু করবে রোহিত শর্মা দল।

এই ম্যাচের আগে ভারতকে সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ম্যাথু হেইডেন। এক সময়ের এই মারকুটে ব্যাটার মনে করেন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহকে সামাল দেয়া। পাল্লেকেলের পেস বান্ধব উইকেটে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে ধারণা করছেন হেইডেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের পেস ত্রয়ীর বিপক্ষে খেলতে হবে ভারতকে। আমি বলবো এটা বিশ্বের সবচেয়ে ঝাঁঝালো লড়াইগুলোর মধ্যে একটি। আমাদের শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম আছে। তারা প্রত্যেকেই ভিন্ন রকমের বোলার এবং তাদের মতো অনন্য বোলারদের বিপক্ষে খেলতে হলে ভারতের অনন্য পরিকল্পনার প্রয়োজন।’

ক্যান্ডিতে আফ্রিদি-নাসিমদের চেয়ে রউফকেই খানিকটা এগিয়ে রাখছেন হেইডেন। পাকিস্তানি এই পেসারকে নিয়ে তিনি বলেন, ‘প্রথমত ক্যান্ডিতে এখনকার কন্ডিশনে প্রচুর বাউন্স থাকবে। তাই আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে হারিস রউফকে খেলার জন্য। সে দ্রুতই উইকেট নিতে চাইবে এবং স্টাম্পের উপরের দিকে আঘাত করতে চাইবে।’

আফ্রিদির কথা বলতে গিয়ে হেইডেনের মনে পড়ে গেছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ এক ইয়র্কারে রোহিত শর্মাকে এলবিডব্লিউ করার কথা। আফ্রিদির পার্ফেক্ট এক ইয়র্কারে ব্যাটই চালাতে পারেননি সেবার রোহিত। এবারও তাকে নিয়ে পরিকল্পনা তৈরি রাখার পরামর্শ দিয়েছেন হেইডেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.