সাকিবের মন্তব্য ভালো লাগেনি রাজার

এশিয়া কাপে বাংলাদেশ খেলছে তামিম ইকবাল ও লিটন দাসের মতো তারকা দুই ব্যাটারকে ছাড়াই। দলে নেই পেসার ইবাদত হোসেনও। ফলে প্রায় অনভিজ্ঞ এক ওপেনিং জুটি নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম ও নাইম শেখ। তানজিদ রানের খাতাই খুলতে পারেননি। নাইমের ব্যাট থেকে এসেছে ১৪ রান। ম্যাচ হারের পর তামিম ও লিটনের শূন্যতার কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন সাকিব।

যদিও এই বিষয়টি ভালো লাগেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার। সাকিবের মন্তব্যের সমালোচনার করে রমিজ বলেন, ‘ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বলেছে তাদের যে গুরুত্বপূর্ণ ওপেনিং জুটি লিটন ও তামিম তারা নেই, এটা আমার ভালো লাগেনি। এটা বলা ঠিক নয়। কারণ এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ উইনার নই।’

সাকিবের অধিনায়কত্বেরও সমালোচনা করেছেন রমিজ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই শ্রীলঙ্কা ম্যাচের কৌশলগত ও বিশ্লেষণগত ভুল খুঁজে বের করার তাগিত দিয়েছেন সাবেক পিসিবি চেয়ারম্যান। রমিজ বলেছেন, ‘আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। দ্রুত এর সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে। বাংলাদেশকে তাদের মাটিতে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ এটা কঠিন উইকেট ছিল।’

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের সঙ্গে খেলেছেন আরও দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। তবে রমিজের ধারণা, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় কঠিন উইকেট থাকে। কারণ এখানে বল ধীরে আসে, এখানে হাফ স্পিনারও পুরো স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল। সাধারণত তার বল খুব বেশি স্পিন করে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো, তাদের কাছে দুই-একজন কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই।’

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। এই হারের ফলে বাংলাদেশের সুপার ফোরে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে জিতলে কাগজে কলমে সুপারের ফোরের আশা বেঁচে থাকবে ঠিকই। তবে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের দিকে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.