এমিরেটস যাত্রীরা বর্তমানে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে অবস্থানকারী আমিরাতি নভোচারী ড. সুলতান আলনেয়াদির একটি একান্ত সাক্ষাৎকার দেখার সুযোগ পাবেন। সাক্ষাৎকারে এই নভোচারী মহাকাশে তার অভিজ্ঞতা বর্ণনা করবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এমিরেটসের ইনফ্লাইট বিনোদন প্রোগ্রাম রপবের এমিরেটস ওয়ার্ল্ড চ্যানেলে এই সাক্ষাৎকারটি লাইভ করা হবে। উল্লেখ্য ঐ দিনেই আমিরাতি এই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসব্যাপী বিজ্ঞান মিশন শেষ করে পৃথিবীর উদ্যেসে যাত্রা করবেন। মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠে পৌঁছতে এই নভোচারীর সময় লাগবে প্রায় ১৬ ঘন্টা।
একটি স্পেস টু গ্রাউন্ড কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে ভায়া নাসা এই ইন্টারভিউটি পরিচালনা করে মোহাম্মদ বিন রশিদ স্পেস মিশন কন্ট্রোল সেন্টার। ইন্টারভিউ গ্রহণ করেন এমিরটেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আইএফই এন্ড কানেক্টিভিটি প্যাট্রিক ব্রানেলি। এ সময় ড. আল নিয়াদি মহাকাশ ষ্টেশনে তার খাবার-দাবার, বিনোদন এবং কিভাবে তিনি পরিবারের সঙ্গে সংযুক্ত থাকেন তা সম্পর্কে বিশদ বর্ণনা দেন। ইন্টারভিউকালে নভোচারীকে মাইক্রোগ্রাভিটি অবস্থায় কফি পান, পরীক্ষা- নিরীক্ষা এবং প্রাত্যহিক অন্যান্য কাজ-কর্ম করতে দেখা যায়। পৃথিবী পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন্টটি ঘন্টায় ২৮,০০০ কিলোমিটার গতিতে পরিভ্রমণ করছে।
এমিরেটসের ইন-ফ্লাইট বিনোদন প্রোগ্রামে ৬৫০০ এর অধিক চ্যানেলে যাত্রীরা ৮০ টি একাডেমিক পুরস্কার প্রাপ্ত সহ ২০০০ এর অধিক মুভি, ৬৫০ টি টিভি শো, ৪০০০ ঘন্টা মিউজিক, পডকাস্ট, অডিওবুক ইত্যাদি উপভোগ করতে পারেন। এমিরেটস প্রোগ্রামে ৪০ টি ভাষার বিভিন্ন কন্টেন্ট রয়েছে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি নগরীতে বাংলাদেশের সঙ্গে আকাশ পথে যুক্ত করছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.