রিয়া’র রেমিট্যান্স সেবায় যুক্ত হতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ট্রাষ্ট ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রিয়া, যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রিকৃত বিশ্বখ্যাত একটি মানি ট্রান্সফার কোম্পানি এবং NASDAQ এর তালিকাভুক্ত। ট্রাষ্ট ব্যাংক বাংলাদেশে তাদের স্থানীয় এজেন্ট।
রিয়া’র বিস্তৃত নেটওয়ার্ক, প্রতিষ্ঠানটির সঙ্গে ইবিএল ও ট্রাষ্ট ব্যাংকের পার্টনারশিপ প্রবাসী বাংলাদেশীদের দেশে অর্থ প্রেরণে আরও সুগম ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
ট্রাষ্ট ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ারা আজম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। রিয়া’র বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এ. কে. এম নাজমুল হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ট্রাষ্ট ব্যাংকের ডিএমডি ও সিবিও আহসান জামান চৌধুরী, হেড অব ট্রেজারী এন্ড এনআরবি ডিভিশন মোহাম্মদ মাসুদ শাহজাহান, এনআরবি ডিভিশনের এসএডিপি মোঃ রাশিদুল ইসলাম; ইবিএল ডিএমডি এন্ড হেড অব ট্রেজারী , এফআইএস এন্ড অবসোর ব্যাংকিং মেহেদী জামান, হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস মোহাম্মদ মামুনুর রশিদ, হেড অব রেমিট্যান্স বিজনেস চৌধুরী বাহার ওয়াদুদ, সিনিয়র ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট এন্ড রেমিট্যান্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রবাশী বাংলাদেশীদের মাঝে রিয়া ব্যাপকভাবে জনপ্রিয়। প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রাহক কেন্দ্রিক সেবার মাধ্যমে রিয়া বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের কাছে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আর্থিক পার্টনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.