নাইজার ত্যাগ করবেন না রাষ্ট্রদূত: ফরাসি প্রেসিডেন্ট

সামরিক অভ্যুত্থান-কবলিত নাইজারের সামরিক সরকার দেশটি ত্যাগ করতে চূড়ান্ত সময়সীমা বেধে দিলেও দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সেদেশ ত্যাগ করবেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

রাজধানী প্যারিসে কূটনীতিকদের এক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। ফ্রান্সের সাবেক উপনিবেশ নাইজারের সামরিক সরকার সম্প্রতি ফরাসি রাষ্ট্রদূতকে দেশটি ত্যাগ করতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দিয়েছিল।

নাইজারের সামরিক সরকার বলেছে, প্যারিস নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এ ছাড়া, নিয়ামিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা সত্ত্বেও তিনি আসতে ব্যর্থ হওয়ার পর তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক মাসগুলোতে সুদান থেকে শুরু করে নাইজার পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশে ফ্রান্স ও তার কূটনীতিকরা কঠিন সময় পার করছেন। ম্যাকরন দেশে দেশে ফরাসি কূটনীতিবিদরা ‘সাফল্যের সঙ্গে’ কাজ করায় তাদের ধন্যবাদ জানান। তবে ম্যাকরন তার বক্তব্যে আবারও নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের প্রতি সমর্থন ঘোষণা করেন।

নাইজারে যে সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত বেশ কয়েকবার সাধারণ মানুষ সেনা শাসকদের পক্ষে মিছিল করতে রাস্তায় নেমেছেন। তারা ফ্রান্সের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশের জন্য একাধিকবার ফরাসি দূতাবাসও ঘেরাও করেছেন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.