সূর্যকুমারের কাছে ওয়ানডে সবচেয়ে কঠিন

টি-টোয়েন্টিতে ৫৩ ম্যাচ খেলে ৪৬.০২ গড় আর ১৭২.৭০ স্ট্রাইকরেটে এক হাজার ৮৪১ রান করেছেন সূর্যকুমার যাদব। অথচ ওয়ানডের পারফরম্যান্স বেশ বিবর্ণ তার। ২৬ ম্যাচে ১০১.৩৮ স্ট্রাইকরেট আর ২৪.৩৩ গড়ে ৫১১ রান করেছেন তিনি। এমনকি সূর্যকুমারের লিস্ট-এ ক্রিকেটের গড়ও ভালো নয়, ৩৩.৯৮। এই বছর চার নম্বরে সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি।

এ ছাড়া টি-টোয়েন্টিতে সূর্যকুমার ক্রিকেট বিশ্বের এক নম্বর ব্যাটার। দিন দিন নিজের সব রেকর্ডকে ঈর্ষনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছেন তিনি। অথচ ওয়ানডে ক্রিকেটে পুরোপুরিই ভিন্ন চিত্র। ক্রিকেটের এই সংস্করণে সূর্যকুমারের পারফরম্যান্স যেন একটু বেশিই ম্লান। সেটা স্বীকার করছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার নিজেই।

সম্প্রতি সূর্যকুমার বলেন, ‘একদিনের ম্যাচে ভারসাম্য রাখা আসল। এজন্য আমি অনেক অনুশীলন করছি। এরসঙ্গে রাহুল ভাই, রোহিত ভাই, বিরাট ভাইয়ের পরামর্শ নিচ্ছি। আশা করছি তাড়াতাড়ি ওয়ানডেতে রান পাব। সবাই বলে আমার জন্য নাকি কেবল টি-টোয়েন্টিই ভালো। তবে দুটোই সাদা বলের খেলা। ৫০ ওভারের ক্রিকেটে রান করার উপায় এখনো আয়ত্ত করতে পারিনি। কঠোর অনুশীলন করছি। আমার কাছে ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট এটাই।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২১ সালে। তারপর তিন সংস্করণেই খেলা হয়ে গেছে ৩২ বছর বয়সী সূর্যকুমারের। ক্যারিয়ারে অবশ্য মাত্র একটি টেস্টই খেলেছেন। ওয়ানডে ক্রিকেটকে টেস্ট ও টি-টোয়েন্টির সংমিশ্রণ হিসেবেই দেখছেন তিনি।

তিনি আরও বলেন, ‘ওয়ানডেতে কিন্তু বাকি দুই সংস্করণ মেশানো আছে। শুরুতে ক্রিজে থিতু হতে হবে। প্রান্ত বদল করে খেলতে হবে। শেষ দিকে গিয়ে টি-টোয়েন্টির মেজাজে খেলতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.