ভারতের কর্নাটকের একটি কারাগার থেকে পালিয়েছেন ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামি। গত সপ্তাহে কারাগারের ৪০ ফুট সীমানা প্রাচীর পেরিয়ে লাফ দেন তিনি। তবে একদিন পরই আবার তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দাভানাগেরে সাব-জেলের সিসিটিভিতে এ ঘটনাটি ধরা পড়েছে।
ওই বন্দির নাম বসন্ত (২৩)। তিনি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি রয়েছেন।
ভিডিওতে দেখা গেছে, কারাগারের প্রাচীরের ওপর থেকে লাফিয়ে পালিয়ে যেতে দেখা যায় বসন্তকে। নিচে পড়ার পর তিনি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই এলাকা ত্যাগ করেন।
একদিন পর হাভেরি থেকে তাকে আবার গ্রেফতার করা হয়।
এর আগে মার্চ মাসে হরিয়ানার কুরুক্ষেত্র জেলা কারাগার থেকে তিনজন বন্দি পালিয়েছিলেন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.