সাকিব অলরাউন্ডারদের বাবা: আকাশ চোপড়া

অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের সব সংস্করণেই নিজের ছাপ রেখেছেন সাকিব আল হাসান। পারফরম্যান্সে কখনও সাবেকদের ছাড়িয়ে গেছেন আবার কখনও ছাড়িয়ে গেছেন নিজেকেও। বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণও করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। রেকর্ড ভাঙা আর গড়ার খেলাটা সাকিবের জন্য নতুন কিছু নয়। এক যুগ ধরে ব্যাট-বলে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্রিকেট ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। দেড় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ছাড়িয়ে গেছেন বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটারদের।

সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়েও রয়েছেন সাকিব। তিন সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে ১৪ হাজার ৪৭ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়া বল হাতে নিয়েছেন ৬৭৮ উইকেট। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পুরো বিশ্ব মাতিয়ে দিয়েছিলেন সাকিব। যেখানে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

২০১৯ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘সাকিব তো সব অলরাউন্ডারদের বাবা। এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে খেলে বুঝিয়ে দিয়েছিল এই বিশ্বকাপের আসরটা তার।’

সবশেষ এক বছরে ওয়ানডেতে বেশ ভালো ছন্দে আছেন সাকিব। ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৫.০৭ গড়ে করেছেন ৪৫৬ রান। এদিকে বল হাতে সাকিবের শিকার ২০ উইকেট। এ প্রসঙ্গে ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘সর্বশেষ এক বছরে সাকিব ৯ ম্যাচে ৩৩১ রান করেছে (মূলত ১৪ ম্যাচে ৪৫৬ রান), ১৬ উইকেট (২০ উইকেট নিয়েছেন ১৪ ম্যাচে) নিয়েছে। ইকোনমি রেট দারুণ। সবাই যদি এক পাশে থাকে, অলরাউন্ডারদের তালিকায় সাকিব আরেক পাশে।’

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। যেখানে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন সাকিব। আকাশ চোপড়া মনে করেন, পারফরম্যান্সে বিশ্বকাপ শেষে সবাইকে ছাড়িয়ে যাবেন সাকিব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.