আমেরিকার ফ্রোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে বর্ণবাদী হামলায় তিন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হয়েছে। হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার বয়স ২০-এর কোঠায় -শুধু এই তথ্য পাওয়া গেছে। যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার সামান্য দূরেই কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটি অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ক্যাম্পাসে শান্ত থাকা আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় শেরিফ জানিয়েছেন, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি জ্যাকসনভিলের একটি ডলার স্টোরে সুনির্দিষ্টভাবে ওই তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়।
জ্যাকসনভিলের শেরিফ টিকে ওয়াটার্স সাংবাদিকদের জানান, শ্বেতাঙ্গ ব্যক্তিটি দুপুরের দিকে একটি এআর স্টাইল রাইফেল এবং হ্যান্ডগান নিয়ে দোকানটিতে হামলা চালায়। কৃষ্ণাঙ্গ নাগরিকদের হত্যার পর শ্বেতাঙ্গ ওই ব্যক্তি আত্মহত্যা করে।
শেরিফ ওয়াটার্স জানান, কৃষ্ণাঙ্গ-বিরোধী বিদ্বেষের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হামলাকারী তার মা-বাবার জন্য একটি বার্তা রেখে গেছে বলে জানান শেরিফ ওয়াটারস। একদল কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে শ্বেতাঙ্গ ব্যক্তিটি হামলা চালায় এবং যাদেরকে হত্যা করতে চেয়েছিল সে, ঠিক তাদেরকেই হত্যা করেছে, বিষয়টি একেবারে স্পষ্ট। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.