আমাদের লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন

এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই শ্রীলঙ্কার বিমান ধরেছে সাকিবরা। আজই কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। শ্রীলঙ্কা পৌঁছে আজ বিরতি দিয়ে আগামীকালই অনুশীলনে নামবে তারা।

দেশ ছাড়ার আগে বিমান বন্দরে তাসকিন আহমেদ জানিয়েছেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া কইরেন যে ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হল ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া কইরেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’

বিশ্বকাপ নয় বাংলাদেশ দলের ভাবনাজুড়ে কেবলই এশিয়া কাপ। গতকাল শনিবার (২৬ আগস্ট) এশিয়া কাপের পূববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে। দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমনটা নয়। আবার এখানে খারাপ করলেও, পরবর্তী ধাপে খারাপ হয়ে যাবে না।’

শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.