দুইটি প্রডাকশন ইউনিট স্থানান্তর করেছে জাহিন টেক্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন টেক্স দুইটি প্রডাকশন ইউনিটের সব যন্ত্রপাতি স্থানান্তর করেছে। কোম্পানিটি জয়দেবপুর গাজীপুরের শিল্প সম্প্রসারণ এলাকায় প্রডাকশন ইউনিট স্থানান্তর করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির প্রডাকশন ইউনিট জয়দেবপুরের গাজীপুরে প্লান্ট-২ বিআইএসসিআইসি, প্লান্ট-৪ চন্দন, বোর্ড বাজার স্থানন্তর করা হয়েছে প্লান্ট-১ ও প্লান্ট-৩ তে।

এছাড়া কোম্পানিটির ক্রেতাদের সাথে কমপ্লায়েন্স জটিলতার কারণে গাজীপুরের কাওয়ালিটিয়ার প্লান্ট-৩তে স্থানন্তর করা হয়েছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.