বিএনপির কালো পতাকা মিছিল শুরু

সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির কালো পতাকা গণমিছিল শুরু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ফকিরাপুল মোড় থেকে মিছিলটি শুরু হয়। বিএনপির এ গণমিছিল নারিন্দায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

বিএনপির কালো পতাকা মিছিলের অগ্রভাগে অংশ নেন মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতিদল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে রয়েছে কালো পতাকা ও বিএনপির দলীয় পতাকা।

এছাড়া মিছিল থেকে সরকারের পদত্যাগসহ খালেদা জিয়া এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে নেতাকর্মীদের।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.