দেশের উৎপাদন খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেদের সঙ্গে স্থানীয় মুদ্রায় ইন্টারেস্ট রেট সোয়াপ (আইআরএস) ডীল সফলভাবে সম্পন্ন করলো বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম এ জাতীয় ডীল।
আইআরএস একটি উদ্ভাবনী আর্থিক ইন্সট্রুমেন্ট, যাতে একটি অনন্য মেকানিজমের মাধ্যমে সুদের হারে অস্থিরতা ব্যবস্থাপনা করা সম্ভব। সাধারণ ঋণের মতো আইআরএস এ এক সাথে পুঁজি ট্রান্সফার হওয়ার পরিবর্তে নির্দিষ্ট বিরতিতে স্থায়ী এবং অস্থায়ী রেট পেমেন্টের বিনিময়ের সমন্বয় করা হয়। কৌশলগত এই টুলটির মাধ্যমে সুদের হারের ক্ষেত্রে যে ঝুঁকি ও উঠানামা দেখা যায়, তা থেকে প্রতিষ্ঠানগুলো সুরক্ষা পেতে পারে। স্থানীয় মুদ্রায় ইন্টারেস্ট সোয়াপের জন্য অত্যন্ত নিবিড় সহযোগিতা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাপক নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে।
এই ডীলটির মাধ্যমে প্রাণ এগ্রো উৎপাদন মুনাফার সঙ্গে যুক্ত সহজাত সূদের হারের ঝুঁকি কার্যকরভাবে কমিয়ে আনতে সমর্থ হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ডীলের প্রথম কোয়ার্টারে অনুকুল পেমেন্ট গ্রহণের মাধ্যমে দৃশ্যমান সুবিধা অর্জন করতে পেরেছে। আর্থিক দৃঢ়তা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এজাতীয় ডীলের যে অপার সম্ভাবনা রয়েছে তা এই ডীলটির সফল সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রতীয়মান হয়।
সারাবিশ্বে উন্নত অর্থনীতির দেশগুলো থেকে শুরু করে ভারতসহ উদীয়মান মার্কেটলোতে ইন্টারেস্ট রেট সোয়াপ একটি অবিচ্ছেদ্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভারতে প্রতিদিন প্রায় ৩০ হাজার কোটি রুপির ট্রেডিং হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি’র পরিচালক মোঃ শাহরিয়ার সিদ্দিকী মনে করেন ৪৬০ বিলিয়ন ডলারের বাংলাদেশের অর্থনীতিতে একটি গতিশীল সোয়াপ শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা বর্তমান।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে প্রথম স্থানীয় মুদ্রায় ইন্টারেস্ট সোয়াপ এর সফলতা থেকে এটা প্রতীয়মান হয় যে, সূদের হারের ঝুঁকি কমাতে এটি একটি উল্লেখযোগ্য টুল। প্রাণ এগ্রোর সঙ্গে এই নতুন উদ্যোগে সহযোগী হতে পেরে আমরা গর্বিত, এবং আমার দৃঢ় বিশ্বাস এই অগ্রণী পদক্ষেপ ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করবে”।
বাংলাদেশের ভবিষ্যৎ আর্থিক ব্যবস্থার গঠনে প্রাণ এগ্রোর সঙ্গে এই ডীলটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে ইবিএল এক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে নিজের স্থান করে নিতে সমর্থ হয়েছে। এই ডীলটির মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনায় এবং অর্থনৈতিক উন্নয়নে ইস্টার্ণ ব্যাংকের যে অঙ্গীকার তারও প্রতিফলন ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ইএফপিডি) বায়েজীদ সরকার; প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী; ইস্টার্ণ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যবসা (ঢাকা) প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রেজারি, এফআইএস ও অফশোর ব্যাংকিং প্রধান মেহেদী জামান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.