অ্যাবসলুট কর্পোরেট ফুটবল কার্নিভালে চ্যাম্পিয়ন লংকাবাংলা সিকিউরিটিজ

RD স্পোর্টস আয়োজিত “অ্যাবসলুউট কর্পোরেট ফুটবল কার্নিভাল ২০২৩” এ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গত বুধবার (১৭ আগস্ট) শুরু হওয়া এই টুর্নামেন্টে রবি, মেটলাইফ, লিংক3 এবং এইচএসবিসি সহ মোট দশটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। শুক্রবার (১৯ আগস্ট) ফাইনাল খেলায় রবিকে ২-১ গোলে হারিয়ে লংকাবাংলা সিকিউরিটিজ চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লংকাবাংলা সিকিউরিটিজের অধিনায়ক নায়েম, আরেক তারকা খেলোয়াড় আমিন তার অসাধারণ দক্ষতার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং আনিস টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের খেতাব অর্জন করেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.