‘বিটিআরসি ভবন’র সফল নির্মাণ ও উদ্বোধন উপলক্ষ্যে বাক্কোর কৃতজ্ঞতা

‘বিটিআরসি ভবন’ উপহার দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশের বিপিও শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্যিক সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)  নিজস্ব কার্যালয়ের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন সাধনসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।

সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এই ভবনটির কার্যক্রম শুরু করার মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে ধন্যবাদ জানায় বাক্কো।

বিটিআরসি ভবনের মত অত্যাধুনিক স্থাপনা তথ্য ও যোগাযোগ শিল্পের কার্যক্রমকে আরও উন্নত, সহজতর ও আধুনিক করে তুলে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন আরও ত্বরান্বিত করবে, এমনটাই বাক্কোর বিশ্বাস।

উল্লেখ্য, আগামীকাল রবিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নবনির্মিত বিটিআরসি ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ অপেক্ষার পর এ স্থাপনা পেয়ে অত্যন্ত আনন্দিত টেলিযোগাযোগ খাতসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত গোটা অঙ্গন।

 

অর্থসুচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.